সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সুপ্রিমকোর্টের সিভিল পিটিশন লিভ টু আপিল নম্বর ২১৪৩/২০১৬ মামলার নির্দেশনা মোতাবেক মেডিকেল টেকনোলজি (প্যারামেডিকেল, নার্সিং, ডেন্টাল) কোর্স সংক্রান্ত সব শিক্ষা কার্যক্রম “ওয়ান আমব্রেলা কনসেপ্ট”- এর আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের বাকাশিবো স্মারক নং- ৫৭.০০.০০০০.০৫২.৯৯.০০৪.১৭ (অংশ-১)-৫১, তারিখঃ ০২ ফেব্রুয়ারি, ২০২০খ্রিঃ আন্ত:মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, মাননীয় হাইকোর্টের বিভাগের রায় অনুযায়ী নতুন শিক্ষার্থী ভর্তি, রেজিষ্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে নির্দেশ প্রদান করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর “চিকিৎসা শিক্ষা বিষয়ক গণবিজ্ঞপ্তি” প্রকাশের মাধ্যমে পাকিস্তান আমলের এল.এম.এফ/ডি.এম.এফ এর সাথে মিল রেখে LMAF, DMS ছাড়াও বিভিন্ন ধরনের/মেয়াদের অননুমোদিত কোর্স পরিচালনায় বিএমডিসি আইন ১৯৮০ (সংশোধিত) এর ৩১ ধারা অনুযায়ী প্রতারণা, অনিয়মতান্ত্রিক ও অবৈধ ঘোষণা করে আইন লংঘনকারীদের শাস্তি হিসেবে জরিমানাসহ দুবছর কারাদন্ডের বিধান করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
আগামী শিক্ষাবর্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও বাংলাদেশ নার্সিং কাউন্সিল অধিভূক্ত স্বীকৃত প্রতিষ্ঠানে ১ ও ২ বছর মেয়াদি প্যারামেডিক কোর্স সমূহে শিক্ষার্থী ভর্তি ও রেজিষ্ট্রেশন কার্যক্রম চালু করা হবে।
এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সরকারী নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হইল।